রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মুক্ত করে দেয়া হলো ৩ মাস ধরে শিকল বাধা শিশু নূর মোহাম্মদ শামীম(১৪)।  রবিবার সদরের আঠারখাদা গ্রাম থেকে শিকলবাধা শিশুটিকে মুক্ত করে দেন মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান।
ইউএনও আশাফুর রহমান জানান-  ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য ওই এলাকায় গেলে এলাকাবাসির কাছে শিকল বাধা শিশুটির খবর পেয়ে আমরা ওই গ্রামের সাকা মন্ডলের বাড়িতে যাই। সেখানে সাকা মন্ডলের নাতনী দুই পায়ে শিকল দিয়ে ও তালাবদ্ধ  শিশু শামীমকে দেখে দ্রুত তার পায়ের শেকলের তালা খুঁলে দেয়ার নির্দেশ দিই। কিন্তু বাড়িতে তখন কেউ না থাকায় আমরা তালা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করি। পরিবারের সদস্যদের ভাষ্যমতে শিশুটি মানসিকভাবে অসুস্থ। তার বাবা উজ্জ্বল মন্ডল কয়েক বছর আগে মারা গেছে। মা অন্যত্র বিয়ে করে চলে গেছে। সে বৃদ্ধ দাদা সাকা মন্ডলের কাছে থাকে। মাঝে মাঝে এদিক ওদিক চলে যায় বিধায় তাকে এভাবে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। তবে শিশুটি জানায় সে মাঝে মধ্যে নানা বাড়িতে বেড়াতে যায়।  এ ব্যাপারে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অন্য অনুরোধ জানানো হয়েছে।

মাগুরা /২৩ জুলাই ১৭