বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
এক কাঠালের ওজন ৫০ কেজি! দৈর্ঘে আড়াই ফুট, প্রস্থে সাড়ে তিন ফুট আয়তনের বিশাল আকৃতির এ কাঠালটি উঠেছে মাগুরার শালিখা উপজেলায় কৃষি বিভাগ আয়োজিত বৃক্ষমেলায়। কাঠালটি এক নজর দেখতে মেলায় ভীড় জমিয়েছে শত শত উৎসাহী মানুষ।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান- উপজেলার পিয়ারপুর গ্রামের মোসলেম উদ্দিন এর বাগানে এ বিশাল আকৃতির কাঠালটি ফলেছে। কাঠালটি গাছে রাখতে তিনি রীতিমত মাচা করেছিলেন বলে জানান কৃষি কর্মকর্তা। সঠিক পরিকল্পনা করে গাছ লাগানো আর ভাল পরিচর্যা করলে এ ধরনের ফলন ফলানো সম্ভব বলে তিনি জানান।  এছাড়া মেলায় বিভিন্ন জাতের বাতাবি লেবু, আমড়া, চালতা, কামরাঙ্গা, নারকেল, আম, জামরুল, আতাসহ বিভিন্ন দেশী ফল প্রদর্শনী করা হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হাসানের সভাপতিত্বে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাসসহ অন্যরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয় ।

মাগুরা / ২৩ জুলাই ১৭