বিশেষ প্রতিনিধি মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম 
শালিখার বুনাগাতী বাজারের একটি গুদাম থেকে ১৫৭ বস্তা চোরাই চাল উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ উদ্ধার অভিযান চালায়। চালগুলো নওগা জেলা থেকে চট্রগ্রাম যাবার পথে চুরি হয়।
শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হোসেন জানান, নওগাঁ জেলার মৌ এগ্রো অটো রাইচ মিলের ৩৫০ বস্তা চাল গত ১৫ জুন একটি কাভার্ডভ্যানে চট্রগ্রামের পাহাড়তলির এক ব্যাবসায়ির কাছে পাঠানো হয়। বগুড়া জেলার সান্তাহার থেকে চালক ইব্রাহিম চাল ভর্তি কাভার্ডভানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তিতে গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন রাতে কাভার্ডভ্যানসহ ৬৫ বস্তা চাউল যশোর থেকে উদ্ধার করা হয় এবং বুধবার দুপুরে বুনাগাতি বাজারের মোঃ ইমরান হোসেনের ভাড়া করা এই গুদাম  থেকে ১৫৭ বস্তা চাউল উদ্ধার হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ইমরান পালিয়ে যায়। ইমরান ও কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চুরি যাওয়া চালের মধ্যে বাকি ১২৮ বস্তা চাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।  গুদামের মালিক বুনাগাতির মো: নুর ইসলাম জানান,‘গত ১৪ জুন ইমরান হোসেন নামে হাটবাড়িয়ার এক ব্যক্তি আমার গুদামটি ভাড়া নেয়। ভাড়া নেয়ার ৩ দিন পর  ১৭ জুন গুদামে এ চালগুলো রাখে। এ গুলো কেনা চাল বলে ইমরান আমাকে জানিয়েছিল’।

মাগুরা /২১ জুন ১৭