বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত , ঝিনাইদহ সদর উপজেলাধীন ফজর আলী স্কুল এন্ড কলেজ মাঠে মুসা মিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়ের ৩৫ জন  ছাত্রছাত্রীদের সমন্বয়ে অটিজম বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব ২০১৭  করেছে।
বুধবার  বিকেল ৩-৩০মিঃ ফজর আলী স্কুল এন্ড কলেজ  মাঠে  আব্দুর রউফ মন্ডল (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক) এর  সভাপতিত্বে অটিজম বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ৩৫ জন প্রতিযোগিদের পুরস্কার ও  সনদপত্র বিতরণ করেন ঝিনাইদহর জেলা প্রশাসক  মোঃ মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিদুল উসলাম, উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর, ঝিনাইদহ,  জনাব এ,বি,এম আমিনুর রহমান ,প্রতিষ্ঠাতা সভাপতি, মুসা মিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়, জয়া রাণী চন্দ, অধ্যক্ষ ফজর আলী স্কুল এন্ড কলেজ ।

স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার  জনাব সুমন কুমার মিত্র।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,  ছাত্রছাত্রীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাগুরা/১৯ এপ্রিল ১৭