বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখলো মাগুরার ৩ কৃতি শিশু। জেলা পর্যায়ে বাছাই শেষে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে আজ ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় তারা মাগুরার মুখ উজ্জ্বল করেছে।

গতকাল সোমবার ঢাকা বিশ্ব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দেশীয় খেলা পর্বে মোরগ লড়াইয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে  মাগুরার মহম্মদপুরের বালিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ফয়সাল আহমেদ তামিম। মাগুরা সদর উপজেলার নড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ ইয়াসিন  সারাদেশের বাছাইকৃত খেলোয়াড়দের মধ্যে ভারসাম্য দৌড়ে (মার্বেল সহ চামচ নিয়ে দৌড়) দ্বিতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে আজ মীরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্বে চিত্রাংকন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান  অধিকার করে মাগুরার সুনাম বয়ে এনেছে শহরের ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী  কঙ্কনা সাহা

aa

আজ দুপুরে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান এমপি।

রূপক আইচ/মাগুরা/ ২৮ মার্চ ১৭