বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
যশোর বোর্ডের কর্মকর্তাদের অসাবধানতায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এ বছরের এইচএসসি পরিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে বড় ধরণের ত্রুটি ধরা পরেছে। এতে ওই কলেজের বেশ কিছু  ছাত্রী দুশ্চিন্তায় পড়েছেন।

জানা গেছে-  আগামী এইচ এসসি পরিক্ষার রেজিষ্ট্রেশন কার্ড সম্প্রতি কলেজ থেকে বিতরণ করা হয়েছে। বিতরণকৃতি রেজিষ্ট্রেশন কার্ড হাতে পেয়ে শিক্ষার্থীদের চক্ষু চড়কগাছ। অন্তত ২২ জন পরিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুর ছবি। এছাড়া বেশ কিছু রেজিষ্ট্রেশন কার্ডে মানবিক বিভাগের জায়গায় বিজ্ঞান বিভাগসহ নানা রকমের অসঙ্গতি ধরা পড়ে।   বিষয়গুলি তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হলে তারা বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। তারা ভুল হওয়া রেজিষ্ট্রেশন কার্ডগুলি জমা নিয়ে  সেগুলি সংশোধনের জন্য বোর্ডে পাঠানোর কথা জানান।

এ ব্যাপারে কলেজের এক ছাত্রীর অভিভাবক ফারুক রেজা জানান- বোর্ডের এ ধরণের ত্রুটির কারণে সাধারণ ছাত্রছাত্রীরা দুশ্চিন্তায় পড়েছেন। পরিক্ষার আগে এ ধরণের অনাকাংখিত দুশ্চিন্তা পরিক্ষার উপর বিরুপ প্রতিক্রিয়া হতে পারে।

এ প্রসঙ্গে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন জানান- কম্পিউটরের সফটওয়্যার জনিত ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে আমরা বিষয়টি জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। আশাকরি কোন ছাত্রছাত্রীই এ বিষয়ে কোন ভোগান্তিতে পরবেন না। তিনি সকল ছাত্রছাত্রীকে  এ বিষয়ে দুশ্চিন্তা না করার জন্য আহবান জানিয়েছেন।

রূপক/ ৭মার্চ