মহম্মদপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
এক ছাত্রলীগ নেতাকে মারধোরের জেরে আজ বুধবার (১৭ মে ) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এঘটনায় দুইজন আহত ও একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে  মহম্মদপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাাকায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সালেহ ইমরানের সমর্থিত ছাত্রলীগের ৭-৮জন কর্মী সদরের আমিনুর রহমান কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম আহবায়ক আজাদ মোল্যাকে মারধোর করেন।  আজাদ মোল্যা উপজেলার বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পান্নু মোল্যার ভাইয়ের ছেলে।
এ ঘটনার জের ধরে পান্নু মোল্যার কয়েকশ সমর্থক উপজেলা পরিষদের সাথে অবস্থিত সালেহ ইমরানের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের হামলা ও ছোড়া ঢিলে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে ইমরানের লোকজন বাসস্ট্যান্ড এলাকায় পান্নুর সমর্থক এক ব্যবসায়ির  পোলট্রি ফিডের দোকানে  হামলা চালায়।
এরপর দুপক্ষ তাদের সমর্থকদের জড়ো করে সংঘর্ষের জন্য রণপ্রস্তুতি নিতে থাকে। উভয় গ্রুপ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আগাতে থাকলে পুলিশ কানাই নগর এলাকায় পেট্রল পাম্পের কাছে পান্নুর লোকজনেকে আটকে দেয়। এসময় তাদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শর্টগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে এসব লোকজন পিছু হটে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে।
মাগুরা-মহম্মদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে চলাচলকারী নারী-পুরুষ শিশু ও অফিস ফেরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘামলার ঘটনায় অন্তত দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের  জন্য দু পক্ষই আাবার প্রস্তুতি নেওয়ায় উত্তেজনা বিরাজ করছে। শহরের প্রধান প্রধান সড়কে পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। দু পক্ষই ক্ষমতাসীন দলের হওয়ায় পুলিশ কারো বিরুদ্ধেই শক্ত অবস্থা নিতে পারছে না বলে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন।
মহম্মদপুর থানার ওসি মো. তরীকুল ইসলাম বলেন, ‘পরিাস্থতি এখন কিছুটা শান্ত। পুলিশ দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করছে। ’

শাহীন/১৭ মে ১৭