বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মুজিব বর্ষ উপলক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া “আন্তঃজেলা অনলাইন বিতর্ক প্রতিযোগিতা-২০২০’’ তে অংশ নিচ্ছে মাগুরার ৩টি দল। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) খুলনা অঞ্চল আগামী ২৮ ও ২৯ আগস্ট মুজিব বর্ষ উপলক্ষে আন্তঃজেলা অনলাইন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। খুলনা বিভাগের মাধ্যমিক পর্যায়ের ১৬টি দল সংসদীয় পদ্ধতিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ২৮ তারিখ উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে জুম এ্যাপস ব্যাবহার করে ট্যাব পদ্ধতিতে এশিয়ান পার্লামেন্টরী ডিবেট ফরম্যাটে ৩ রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট ফাইনালের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।
তার্কিকদের উপস্থাপনা প্রাণবন্ত করার জন্য খুলনা অঞ্চলের মডারেটর মো: তাকদীরুল গনী’র নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় উম্মুক্ত কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা পরিচালনা করেন উপ পরিচালক ফরিদ আহমেদ সাকিব, সামাউন বিন আশরাফ ও তাসনিম দিবা চৌধুরী।
চ্যাম্পিয়ন, রানার্সআপ, ৩য় স্থান অধিকারী এবং শ্রেষ্ঠ বক্তার জন্য পুরস্কার হিসেবে থাকছে প্রাইজ মানি এবং অংশগ্রহণকারী সকলের জন্য সার্টিফিকেট। বৃহৎ এই সংগঠনটির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা জনাব এ কে এম শোয়েব এবং খুলনা অঞ্চলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মিজানুর রহমান করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের চর্চা বিকশিত করার লক্ষ্যে এ আয়োজনের জন্য খুলনা অঞ্চলকে ধন্যবাদ এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
মাগুরা জেলার একমাত্র বিতর্ক সংগঠন এমআইডিএস থেকে টিম একশো চার কিলোমিটার, টিম সাইলেন্ট স্ক্রিম ও টিম ফরোয়ার্ড মোশান নামে তিনটি টিম অংশগ্রহণ করছে। এই পুরো আয়োজনের আহবায়ক মাগুরা এমআইডিএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চল এর উপ-পরিচালক নাহিদুর রহমান দুর্জয়।

রূপক / মাগুরা /২৭ আগস্ট ২০২০