বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরায় সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য বিভাগ। আজ বুধবার দুপুরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. কে.এম ওহিদুজ্জামান, মৎস্য জরিপ কর্মকর্তা সঞ্চিতা রানী কুন্ডু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের শরীরে প্রাণিজ প্রটিনের ৬০ শতাংশ যোগান দেয় মাছ। মাগুরা জেলায় গত অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তি, বিল নার্সারী স্থাপন, দেশীয় মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম স্থাপন, জলাশয় পুনঃখনন, প্রদর্শনী খামার স্থাপন, মাছ চাষিদের বিভিন্ন রকম প্রশিক্ষণ, ফরমালিনমুক্ত মাছ বিপননে আইন প্রয়োগ করা, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে মাগুরার বিভিন্ন নদীতে নিয়মিত মোবাইল কোর্ট স্থাপন, মাগুরার সরকারি খামারে গলদার হ্যাচারি স্থাপনসহ মাছ চাষিদের সার্বক্ষণিক পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে আসছে। এ বছর ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত নানা কর্মসূচীর মধ্য দিয়ে চলবে মৎস্য সপ্তাহ।

রূপক/মাগুরা /১৭ জুলাই ১৯