মাগুরায় উদ্বোধন হলো টিভিএস এর নতুন শো রুম

রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শহরের কেশব মোড়ে আজ রবিবার (১১ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হলো মেসার্স আলমগীর মটরস্ এর মালিকানাধীন টিভিএস মটর সাইকেলের এক্সক্লুসিভ শো রুম। এ উপলক্ষে বিকালে আয়োজন করা হয় দোয়া মাহফিল। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও টিভিএস কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শো রুমের উদ্বোধন ঘোষণা করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস এর সিনিয়র সেলস ম্যানেজার মোঃ হাসান আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার মো: আনিসুল আজম, এরিয়া সার্ভস ম্যানেজার মো: মইনুল হাসান, এসিস্ট্যান্ট ম্যানেজার মো: হুমায়ুন কবির, এস্টিয়অর পার্টস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো: সোহেল পারভেজ, আলমগীর মটরস্ এর সত্ত্বাধীকারী আলমগীর হোসেন, তার কন্যা আতিফা নুজহাতসহ অন্যরা।
এ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে টিভিএস মোটরসাইকেল ও এজেন্ট প্রতিষ্ঠান আলমগীর মটরস্ এর ব্যবসায়িক সাফল্য কামনা করা হয়।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটি নতুন সাজে সাজানো হয়।
মাগুরা/১১ডিসেম্বর১৬
« মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে মাগুরায় মিছিল সমাবেশ (Previous News)
(Next News) মাগুরায় ১২ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার »
Comments are Closed