রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শহরের কেশব মোড়ে আজ রবিবার (১১ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হলো মেসার্স আলমগীর মটরস্ এর মালিকানাধীন টিভিএস মটর সাইকেলের এক্সক্লুসিভ শো রুম। এ উপলক্ষে বিকালে আয়োজন করা হয় দোয়া মাহফিল। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও টিভিএস কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শো রুমের উদ্বোধন ঘোষণা করেন।alamgir-motors-4

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস এর সিনিয়র সেলস ম্যানেজার মোঃ হাসান আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার মো: আনিসুল আজম, এরিয়া সার্ভস ম্যানেজার মো: মইনুল হাসান, এসিস্ট্যান্ট ম্যানেজার মো: হুমায়ুন কবির, এস্টিয়অর পার্টস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো: সোহেল পারভেজ, আলমগীর মটরস্ এর সত্ত্বাধীকারী আলমগীর হোসেন, তার কন্যা আতিফা নুজহাতসহ অন্যরা।alamgir-motors-2

এ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে টিভিএস মোটরসাইকেল ও এজেন্ট প্রতিষ্ঠান আলমগীর মটরস্ এর ব্যবসায়িক সাফল্য কামনা করা হয়।alamgir-motors-3
এ উপলক্ষে প্রতিষ্ঠানটি নতুন সাজে সাজানো হয়।

মাগুরা/১১ডিসেম্বর১৬