বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মাগুরায় আজ শুক্রবার দুপুরে জয়িতা  সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

magura-joyeta-pic-01
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে শহরে র‌্যালী -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

এ উপলক্ষে  সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২২ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শণ কুমার রায়।

magura-joyeta-pic-03
সফল জননী নমিতা বিশ্বাসকে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

সম্মাননা অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী হিসেবে মহম্মদপুরের মোছা. জেসমিন রহমান, শত বাধা অতিক্রম করে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল হওয়ায় সদরের মিলি খাতুন, সফল জননী হিসেবে শালিখার নমিতা বিশ্বাস, নির্যাতনের বিভিষিকা থেকে ঘুরে দাঁড়ানো নারী হিসেবে শালিখার কাকলী বিশ্বাস ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সদরের জাহানরা সুলতানাকে জেলা পর্যায়ে পুরস্কৃত করা হয়। এছাড়া জেলার অন্য ৪ উপজেলায়ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে ১৮ জনকে পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তরসহ নারীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিত জয়িতারা তাদের জীবনের সংগ্রাম ও সফলতার কাহিনী তুলে ধরেন।

 

রূপক আইচ/মাগুরা/ ৯ডিসেম্বর১৬