মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরার কৃতি সন্তান ক্রিকেটের কিংবদন্তী। সাম্প্রতিক সফর জয় করে, আন্তর্জাতিক ক্রিকেটের ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে  বাংলাদেশের ক্রিকেটের প্রাণ পুরুষ সাকিব আল হাসান আজ (১২ আগস্ট) দেশে ফিরছেন।  তাকে নিয়ে মাগুরার আর এক কৃতি সন্তান সাংবাদিক খান নয়নের ফেসবুক কথামালা- 

বলুন তো টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক কে ? আপনি হয়তো আটকে যাবেন, একটু ভেবে, এপাশ-ওপাশ করে বলবেন ক্রিস গেইল। যদি বলি আর উইকেট ? আপনি এক বাক্যে বলবেন আমাদের সাকিব…. মানে “বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ“

এ কথা এখন সবারই জানা। যে কিনা কিছুদিন আগে নিজের ক্লাবের হয়ে দেশের প্রিমিয়ার লিগ জিতিয়ে, ক্যারিবিয়ান জয় করলেন শিরোপা হাতে, সাথে এক অনন্য মাইল ফলক স্পর্শ করে ওয়াল্ড টি-২০ তে সর্বোচ্চ উইকেটের মালিক। কি অসাধারণ..

বাংলাদেশের একটি ছেলে ঐ স্থানে, মানে ঠিক পর্বতশৃঙ্গে যে কি না কন্যা জন্মের সময় পাশে থাকতে পারেনি। দুবাই এয়ারপোর্টে বসে কেঁদেছে, প্রথম সন্তান জন্মের সময় পাশে থাকতে না পেরে। ওও.. আরও আছে, যে ঐ নিষ্পপ দুধের বাচ্চাকে রেখে সাত-সমুদ্র তের নদীর উপারে ঈদ করেছেন, তাও প্রথম ঈদ..। ঈদের দিন কন্যা অব্রিউ রেখে দেশের পতাকা উড়িয়েছেন আর জানান দিয়েছেন আমি সাকিব, আমি বাংলাদেশী, আমি সর্বোচ্চ উইকেট শিকারী…

মনে কি আছে, ঠিক দুবছর আগে এই সাকিবেরই ক্রিকেট খেলা নিষেধ ছিল… মানে তিনি, যিনি আমাদের “বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ“ নামে খ্যাত সেই সাকিব। আমরা তাকে বলেছিলাম, তুমি ছয়মাস ক্রিকেট খেলতে পারবে না, তুমি নিষিদ্ধ.. কারণ, এই সিপিএল (ক্যারিবিয়ান টি-২০) লিগ খেলতে এনওসি হাতে না নিয়ে মুখের কথাই গেছ। তাই তোমাকে ফিরিয়ে আনা হল এবং সাথে নিয়েধাজ্ঞার খড়গ.. শেষ দুবছর সাকিব যতনা গেইল-কোহলি-ম্যাককালামদের সামলিয়েছেন, তার থেকে মাঠের বাইরের খেলাতেই বেশী লড়তে হয়েছে। বাদ দেন..

রাত পোহালেই সাকিব দেশে হয়তো পা রাখবেন। আমি হয়তো এয়ারপোর্টে যাব না ফুলের ডালা সাজিয়ে নিয়ে। আমি একা গেলে মানাবে না, যেতে হবে ১৬ কোটি মানুষ কে। সাকিব এখন পর্যন্ত বাংলাদেশী হয়ে চারটি টি২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। একা গিয়ে এত ট্রফির ভার আমি বইতে পারব না। থাক যেতে হবে না, শুধু মনে রাখলেই চলবে…

ব্রিটিশরা বহু বছর আগেই বলেছিল….

“যেখানে স্বর্ণ রয়েছে মাটির তলে
সেখানেই আমরা তুলে বসাব কপালে“

খান নয়ন