বিশেষ প্রতিনিধি মাগুরাবার্তা
রাতের আধারে জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা রহিম ও ছাত্রদল নেতা নূরে আলমের হত্যার প্রতিবাদ মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল। আজ রবিবার (৭ আগস্ট) দুপুরে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষক দল আহ্বায়ক রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কুতুবুদ্দিন, পৌর বিএনপি আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাতের আধারে বিনাভোটের সরকার রাতের আধারেই জ্বালানি তেলসহ সবক্ষেত্রে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে। আর এসবের প্রতিবাদ করতে গেলে তারা বিএনপির নেতাকর্মীদের গুলি করে মারছে। তাদের অব্যহত লুটপাট আর দূর্নীতি দেশকে এক অন্ধকার সময়ে নিয়ে গেছে। ভেতরে ভেতরে দেশ শ্রীলঙ্গা হয়ে গেছে। সরকার পুলিশ আর আমলাদের উপর নির্ভর করে দেশ চালাচ্ছে। দেশের মানুষকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থতার দায় নিয়ে তারা সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন।

মাগুরা/৭ আগস্ট ২২