বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলা কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে কৃষক দলের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ। আজ সোমবার (১৮ জুলাই) বিকেলে শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ওই কমিটিকে অবৈধ হিসেবে উল্লেখ করে লিখিত বক্তব্যে এ ঘোষনা দেয়া হয়। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন হোসেন, সদর থানা কৃষক দলের সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিহাদ হোসেন টিক্কা, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক কাজল হোসেনসহ অন্যরা। সংবাদ সম্মেলন থেকে লিখিত বক্তব্যে জানানো হয় আওয়ামীলীগের আশির্বাদপুষ্ট বিএনপির একটি মহল কেন্দ্রকে ভুল বুঝিয়ে রুবাইয়াত হোসেন খানকে আহবায়ক করে ৩ সদস্যের একটি আহবায়ক কমিটি পাশ করিয়ে এনেছে। তারা বলেন, যারা জেলার রাজনীতের কোনদিনও সক্রিয় ছিল না বা কোন অবদান নেই তাদের দিয়ে এ আহবায়ক কমিটি জেলার তৃণমূল নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। এ কমিটি বাতিল করার জন্য তারা দলের প্রধানের কাছে আবেদন জানান।
এদিকে এ সংবাদ সম্মেলনকে আওয়ামীলীগের ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করে নবগঠিত কমিটির আহবায়ক রুবায়াত হোসেন খান বলেন, দলের নেতাদের দীর্ঘদিনের নিক্রিয়তার কারণে পূর্বের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের যোগ্য মনে করেছেন তাদের দিয়েই এ আহবায়ক কমিটি গঠন করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা কৃষক দলকে সক্রিয় করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। এর ফলে ভীত সন্ত্রস্ত্ হয়ে সরকারি দলের সহায়তায় আমাদের কমিটির বিরুদ্ধে বিষদগার করছে একটি মহল। আমরা সাংগঠনিক কর্মকান্ডের মধ্য দিয়ে এ ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দেব।
মাগুরা/ ১৮ জুলাই ২২