মাগুরায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শহরের ভায়না মোল্যাপাড়া এলাকায় ফাতেমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে আজ মঙ্গলবার বিকেলে গলাকেটে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার ওহিদুজ্জামান অনুর (৬২) এর দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় স্বামী ওহিদুজ্জামান ও প্রথম পক্ষের স্ত্রী ঝর্ণা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকাবাসি জানান, বিকাল ৫টার দিকে ফাতেমা বেগমের বাড়িতে একজন প্রতিবেশী পাওনা টাকা ফেরত দিতে গিয়ে তার দরজা বাইরে থেকে বন্ধ দেখেতে পান। তিনি দরজা খুলে ঘরে ঢুকে খাটের উপর ফাতেমা বেগমের গলা ও হাতের বিচ্ছিন্ন কবজি কাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা সেখানে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। মাগুরা সদর থানার ওসি তদন্ত গৌতম কুমার ঠাকুর জানান, ষাঠোর্ধ ওহিদুজ্জামান প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান থাকার পরও গত ৬মাস আগে ফাতেমা বেগমকে বিয়ে করেন। এ নিয়ে তাদের পারিবারিক বিরোধ ছিল। ওহিদুজ্জামানের প্রথম পক্ষের স্ত্রী ও সেপক্ষের ছেলে ফয়সাল পাশর্^বর্তী এলাকায় বসবাস করে। আমরা প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় তাদের রেখেছি। ছেলে ফয়সাল পালাতক থাকলেও ওহিদুজ্জামান ও তার প্রথম পক্ষের স্ত্রী পুলিশ হেফাজতে আছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ঝিনাইদাহ থেকে ক্রাইম সিনের একটি দল মাগুরা আসছেন। বিস্তারিত তদন্ত শেষে কি কারণে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে সে সম্পর্কে জানা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপক /মাগুরা /১৯ এপ্রিল ২২
Comments are Closed