বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে মোট ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার অংশ নেবেন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৮৪৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৭৫৬ জন । মোট ১৪১টি কেন্দ্রে ৬৪১টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । এ নির্বাচনে ৪২ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে । ঝুকি বিবেচনা করে এ বছর ব্যালটপেপার কেন্দ্রে পাঠানো হবে সকালে।
জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে । সুষ্ঠু ,সুন্দর , অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছে । এ নির্বাচনে মোট ১৪১ টি কেন্দ্রের মধ্যে ৪২টি কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছি। ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ ১ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহ-প্রিজাইডিং অফিসার, ৫জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য কাজ করবে। এ নির্বাচনে ৪৬ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৪১৭ ও সংরক্ষিত সদস্য ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। তাছাড়া প্রতিটি নির্বাচনী এলাকায় নির্বাচন পর্যবেক্ষণে র‌্যাব,বিজিবি, পুলিশের বিশেষ স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টহল থাকবে জোরদার। এছাড়া নির্বাচন কোন ধরনের কলংকমুক্ত করতে এ বছর কেন্দ্রগুলিতে নির্বাচনী ব্যালটপেপার সকালে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে।

রূপক / মাগুরা/ ১০ নভেম্বর ২১