বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদরের ১৩টির মধ্যে ১০ টি ইউনিয়নের নির্বাচনে ইতিমধ্যে বেসরকারি সূত্রে খবর আসতে শুরু করেছে। অসমর্থিত সূত্রে জানা এসব তথ্যের এখনও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। বাকি ৩ ইউনিয়নে বিকল্প প্রার্থী না থাকায় ৩ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ফলাফলের মধ্যে সবচেয়ে তাক লাগানো খবর হিসেবে দেখা গেছে সদরের শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা নিয়ে মুফতি মাওলানা মোঃ ওসমান গনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তাকে জোরালো প্রার্থী হিসেবে দেখা না গেলেও ভোটের ফলাফলে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে মাগুরা সদরে রাঘবদাইড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আশরাফুল আলম বাবুল ফকির বেসরকারিভাবে নির্বাচিত। মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী এনামুল হক রাজা বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে। বহুল আলোাচিত জগদল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান হাফিজার রহমান (নৌকা) বেসরকারী ভাবে নির্বাচিত। কসুন্দি ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী আবুল কাশেম (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত। চেয়ারম্যান পদে নারী প্রার্থী হিসেবে একমাত্র মঘি ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী হাসনা হেনা নির্বাচিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে সদরের আঠারো খাদা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সঞ্জীবন বিশ্বাস (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে । গোপালগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আবার কুচিয়ামোড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম টিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া হাজিপুর,হাজরাপুর ও বগিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় সেখানে আগে থেকেই আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

252069090_10226560068570786_6947308233628345968_n

মাগুরা/ ১১ নভেম্বর / ২১