বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
তিতাসনদীসহ সারাদেশে নদী দখল ও দূষণ রোধ করে নদী বাঁচান, দেশ বাঁচান এই শ্লোগান নিয়ে আজ রবিবার (১৪ মার্চ) মাগুরা শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে গ্রীণ ভয়েস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সকালে মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর সামনে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশ এ ছাত্র শিকক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় নদীর জীবন্ত সত্ত্বা ও নদীর রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আসিফ হাসান শাকিল ও সদস্য তাসলিমা মিশুসহ অন্যরা। বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন স্থানে নদীর মাঝ থেকে অবৈধ বালু উত্তোলন, নদী দখল, দূষণ, নদীতে অবৈধ বাধ দেয়া, অপরিকল্পিত ব্রীজ নির্মাণসহ নানা ভাবে নদীকে মেরে ফেলতে সচেষ্ট প্রভাবশালী মহল। এ মহলটিকে রুখতে সরকার ও জনসাধারণকে সচেষ্ট হতে হবে। এ জন্যই কাজ করে যাচ্ছে গ্রীণ ভয়েস। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক চঞ্চল হোসেন, মোঃ শিপলু, ফারুক খান, মোঃ আশিক, শাকিল আহমেদ, কানন আশরাফি, আজাদ হোসেনসহ অন্যরা।

রূপক / মাগুরা /১৪ মার্চ ২০২১