বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতুভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে শেষে হয়েছে ।
জেলা প্রশাসনের আয়োজনে ও সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীর সহযোগিতায় সপ্তাহব্যাপী বই মেলার সমাপনী দিনে মাগুরা অন্যতম প্রয়াত কবি বি এম এ হালিম স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. আশরাফুল আলম । বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা। আলোচনায় অংশ নেন কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু ও কবি ওয়ালিউজ্জামান রিংকু । আলোচনা শেষে প্রয়াত কবি বি এম এ হালিমের পরিবারকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। শেষে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় । সপ্তাহব্যাপী এ বই মেলায় ১৪ টি স্টল অংশ নিয়ে ছিল ।

রূপক /মাগুরা /১৪ মার্চ ২০২১