শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অগ্নীকান্ডে ৫টি কাপড়ের দোকান পুড়ে গিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  শনিবার গভীর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আড়পাড়া গ্রামের জিন্নাত আলী বিশ্বাস জানান- বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ছুটে এসে দেখি সাহেব আলীর মালিকানাধীন আল আমীন ছিট বিতানে আগুন লেগেছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষণে আগুন আরও ৪টি দোকানে ধরে যায়। কিছু সময় পরে ফায়ার র্সাভিসের সদস্যরা এসে আগুন নেভাতে শুরু করে। ততোক্ষনে আল আমীন ছিট বিতান, লাবনী বস্ত্রালয়, ভ্যাইটিজ বস্ত্রালয়, আল আমীন বস্ত্রালয় ও রায় বস্ত্রালয় পুড়ে ছাই হয়ে যায়। ভ্যারাইটিজ বস্ত্রালয়ের মালিক ইব্রাহীম মোল্যা জানান রাত ৩ টার দিকে পার্শ্ববর্তী দোকান আলামীন ছিট বিতান থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে । এতে নগদ টাকা, আসবাব পত্রসহ তার প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে । আল আমীন বস্ত্রালয়ের মালিক আঃ জব্বার মোল্যা জানান- রাতে ফোন পেয়ে দোকানে ছুটে এসে দেখি সব পুড়ে সব ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি  হয়েছে।
মাগুরা ফায়ার র্সাভিস স্টেশনের উপ সহকারি পরিচালক মোঃ আব্দুল্লাহ জানান-  রাত ৩টার দিকে সংবাদ পেয়ে ৩টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এ সময় ৫টি কাপড়ের পুড়ে ভষ্মিভুত হয়েছে বলে জানান। ক্ষয় ক্ষতির পরিমান তদন্তর পর জানা যাবে বলে জানান তিনি।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন এবং ক্ষতি গ্রস্থদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

রূপক/মাগুরা /১৪ জুলাই ১৯