মহম্মদপুরের গভীর রাতে নৌকা প্রতীকে আগুন দিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া শিকদার মোড় এলাকায় বুধবার গভীর রাতে আওয়ামীলীগের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এর নির্বাচনি অফিসের সামনে একটি নৌকা প্রতীকে আগুন লাগিয়েছে দুর্বত্তরা।
এলাকাবাসি জানায়- রাত ১টার দিকে একটি কালো রং এর মাইক্রোবাস এসে ওই জায়গায় থেকে আওয়ামীলীগ অফিসের সামনের নৌকা প্রতীকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সরে যায়। এতে সেখানে রাখা কাপড় ও বাঁশের চটা দিয়ে তৈরী একটি নৌকা প্রতীক আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।
মহম্মদপুর থানার ওসি রবিউল ইসলাম জানান- ঘটনা জানার সাথে সাথে পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসির সাথে কথা বলে উত্তেজনা নিরসন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মাগুরা /২০ ডিসেম্বর ১৮
« শ্রীপুরে নৌকার প্রচারে সাইকেল র্যালী (Previous News)
(Next News) ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না ;বীরেন শিকদার »
Comments are Closed