রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শত বছরের ঐতিহ্যবাহি কাত্যায়নী পূজা দেখতে বুধবার রাতে মাগুরায় আসেন সংস্কৃতি মন্ত্রী ও প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। গভীর রাত পর্যন্ত ঘুরে ঘুরে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন।

লাখ দর্শকের উপস্থিতিতে মাগুরায় ব্যাপক আড়ম্বড়ে চলছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা। আজ বৃহস্পতিবার রাতে দশমী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ঐতিহ্যবাহি এ পূজা। পূজা উপলক্ষে শুরু হয়েছে বিশাল গ্রামীণ মেলা। মেলা চলবে প্রায় ১মাস।

magura-cultural-minister-pic-1

কাত্যায়নি পূজার মনমুগ্ধকার আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন প্রতিমা দেখতে দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শক আসেন। মাগুরায় এ বছর ১শ ৪টি মন্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে। প্রতিবছর দূর্গাপূজার ঠিক একমাস পর একই তিথিতে বিশাল আড়ম্বড়ে মাগুরায় কাত্যায়নি পূজার আয়োজন হয়।

বুধবার রাতে শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শণ শেষে সংস্কৃতিক মন্ত্রী বলেন- দেশের সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতার বিরুদ্ধে মহা আড়ম্বড়ে সকল জাতি ধর্মের মানুষ মিলে এ পূজার আয়োজনকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক অনন্য উদাহরণ।

magura-cultural-minister-pic-2

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব: এটিএম আব্দুল ওয়াহহাব, মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুসহ অন্যরা।

তিনি বলেন- কাত্যায়নী পূজায় লাল লাখ মানুষের উপস্থিতিই প্রমাণ করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। সকল সম্প্রদায়ের মানুষের আলোকজ্জ্বল উপস্থিতিই অশুভ শক্তিকে ধ্বংস করে বাংলাদেশেকে একটি উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত  দেশ হিসেবে গড়ে তুলবে।

 

রূপক আইচ, ১০ নভেম্বর ১৬