রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার ঐতিহ্যবাহি কাত্যায়নি পূজার আজ শেষ দিন। আজ রাতে দশমী ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই পূজার আনুষ্ঠানিকতা। তবে পূজা উপলক্ষে আয়োজিত মেলা চলবে আরো প্রায় ১৫দিন।
মাগুরা শহরের পূজাগুলিকে কেন্দ্র করে বিশেষ করে ছানার বটতলা, নান্দুয়ালী আশ্রম ঘিরে বসেছে বিশাল মেলা। মেলা উপলক্ষে নানা ধরণের তৈজষপত্রসহ কম্বল, ক্রোকারিজ সামগ্রী, কোর্ট, প্যান্ট, ব্লেজারসহ নানা ধরণের সামগ্রী বিক্রি করতে দুর দুরন্ত থেকে এসেছেন দোকানিরা। এছাড়া শিশুদের জন্য নাগরদোলা, ট্রেনসহ নানা ধরণের রাইডেও ভীড় লক্ষ করা গেছে। আজ পূজা শেষ হওয়ার পরও কয়েকদিন থাকবে এসব রাইড।

সব মিলিয়ে আজ পূজা শেষ হইয়াও হইলনা শেষ অবস্থা।

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়ও পূজা মন্ডপগুলিতে দেখা গেছে ব্যাপক ভীড়। ভীরের মাঝে নানা বয়সী নারী পুরুষ ঘুরে ঘুরে পূজা দেখছেন। অনেকে আবার এই ফাঁকে সংসারের কেনা কাটা সেরে রাখছেন।

এ পূজাকে উৎসবমুখর করতে ও আইন শৃংখলা বজায় রাখতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য এসেছেন। এর পাশাপাশি র‌্যাব ও বিজিবির বিশেষ টহল অব্যহত রয়েছে।