বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে কর্মসংস্থানে সফল হয়েছে এমন ৪ হাজার ৪ শত ৭৪ জন উপকার ভোগীর টিম লিডারদের নিয়ে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইসলামী ব্যাংক মাগুরা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের পরিচালক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। সম্মানীত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজার আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া।
মাগুরা / ৯ জুন ১৮