বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আগামী নির্বাচনে মাগুরার ২টি আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ উবাইদুল্লাহ, আলহাজ¦ মাওলানা মুহাঃ নাজিরুল ইসলাম, তাজুল ইসলাম, মোঃ আরাফাত হোসেন আরজু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, ইব্রাহিম আলী মোনাল, শফিকুল ইসলাম, মোখলেছুর রহমান, রাশেদ খান প্রমুখ। সভায় আগামী নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে থেকে যথাক্রমে মুফতি মোস্তফা কামাল ও আলহাজ¦ মাওলানা নাজিরুল ইসলাম প্রার্থী হবেন বলে মতবিনিময় সভায় জানানো হয়।
রূপক /মাগুরা / ০৯ জুন ১৮