বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
অবশেষে ভাঙলো মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনের মিলন মেলা। ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তীর সোমবার ছিল শেষ দিন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে নানা আয়োজন। প্রখ্যাত শিল্পী নকুল বিশ্বাসের গানের মুর্ছনায় মেতে ওঠে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। দিনব্যাপি নানা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে স্মৃতিচারণমুলক নান্দনিক আড্ডা। দেশ বিদেশের বিভিন্ন স্থানে কর্মরত প্রাক্তন সহপাঠিদের কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কিছুক্ষণের জন্য হলেও ফিরে আসে আনাচে কানাচে ফেলে আসা স্মৃতিময় দিনগুলোর কাছে।
এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মেরিন ইঞ্জিনিয়ার সুব্রত সাহা ও তার সহধর্মিনী কাকলী সাহা  এই মিলন মেলায় যোগ দিতে ছুটে এসেছেন কর্মস্থল সুদুর সিঙ্গাপুর থেকে। তারা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,  এক সময় এই বিদ্যালয়ের  প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল কর্মসূচিতে থাকত আমাদের অংশগ্রহণ। সেসব স্মৃতি এখানে এসে ভেসে উঠছে চোখের পাতায়। এ বিদ্যালয়ের প্রতিটি ইটবালুকনা, খেলার মাঠ, সবুজ বৃক্ষরাজী শিক্ষকদের মমতা ভরা আদর স্নেহ আমাদের  প্রবাস জীবনেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। জড়িয়ে আছে হৃদয় গভিরে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এনটিভির বার্তা সম্পাদক এস এম আকাশ  তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমার জীবন গঠনে এ বিদ্যালয়ের অবদান অশেষ। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আমাদের সময়কার প্রতিটি শিক্ষককের অকৃত্রিম  স্নেহ ও ভালোবাসা পেয়েই আমার মত অনেকই আজ সমাজে সুপ্রতিষ্ঠিত। সুবর্ণ জয়ন্তীর এ অনুষ্ঠানে এসে পুরাতন বন্ধুবান্ধবীদের পেয়ে খুবই ভালো লাগছে।
এর আগে গত রবিবার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজনে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার গভির রাত পর্যন্ত চলে ঢাকা থেকে আগত নকুল বিশ্বাস, মাটি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯৮৭ সালের বৃহত্তর যশোর জেলার শ্রেষ্ঠ এ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর সমাপনী দিনে সোমবার রাতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আহসানউল্লাহ শরিফী, এনটিভির বার্তা সম্পাদক এসএম আকাশ প্রমুখ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মাজেদা খাতুন, বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, বর্তমান সভাপতি প্রকৌশলী কাজী শরিফুল ইসলাম ফরহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন।
শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নির্মল কুমার সাহা দু’দিনব্যাপি এ অনুষ্ঠান উপস্থাপনা করেন।

 মুসাফির নজরুল, মাগুরা, ২৬.১২.১৭