তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বাংলা সিনেমায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মাগুরার সন্তান জয় চৌধুরী । মাগুরা শহরের খান পাড়া এলাকার ছেলে জয় সেরা অভিনয়ের মাধ্যমে অসংখ্য দর্শকের ও ভক্তের মন যুগিয়েছেন ইতিমধ্যে। এ পর্যন্ত তার ৬ টি সিনেমা মুক্তি পেয়েছে এবং ৭ম সিনেমা ‘আন্তর জ্বালা’ আজকে মুক্তি পেয়েছে। অন্তর জ্বলা সিনেমা নিয়ে বেশ আলোচনা চলছে মিডিয়া পাড়ায়। সামাাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া দেখা গেছে এই সিনেমায় প্রচার-প্রচরণায়। আজ শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘অন্তর জ্বালা’ ছবিটি। মালেক আফসারী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পরীমণি, জায়েদ খান এবং জয় চৌধুরী ও মৌমিতা মৌ। ছবিটি মুক্তি উপলক্ষে মাগুরাবার্তার সাথে কথা বলেছেন জয় চৌধুরী। তরুণ অভিনেতা জয় চৌধুরী। ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। ২০১২ সালে প্রবীণ নির্মাতা এফ আই মানিকের পরিচালনায় মনোয়ার হোসেন ডিপজলের এক জবান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জয় চৌধুরীর চলচ্চিত্র অভিষেক ঘটে। ‘অন্তর জ্বালা’  ছবির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানালেন জয়।

ছবিটি নিয়ে জয় বলেন, অন্তর জ্বালা হলো একটা পরিবারের ভালোবাসার গল্প। প্রত্যেকটা পরিবারেই দুঃখ কষ্ট ভালোবাসা থাকে। যা কেউ ভাঙতে পারে না। এই ছবির পরিচালক মালেক আফসারি একটি পরিবারের গল্পকেই তুলে এনেছেন। যেখানে ছোট বোন আছে, ভাই আছে, সংসারে আছে নানা টানাপড়েন। এ ধরনের একটি পরিবারের আমি হলাম মেঝ ছেলে। আর জায়েদ ভাই বড় ছেলে। এই সিনেমায় দর্শক দেখতে পাবে একজন ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের অকৃত্রিম ভালোবাসার নমুনা। অন্তর জ্বালা দর্শকদের মনের জ্বালা মেটাতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিশ্বাস করি অন্তর জ্বালা দর্শকদের মনের তৃপ্তি মেটাতে সক্ষম হবে। তাদের ভালো ছবির জন্য দীর্ঘদিনের যে অপেক্ষা সে জ্বালা মেটাবে। আমাদের দেশে একটা পরিবারে যে ধরনের বন্ধন থাকে ফিল করতে হয়।25437246_1403156313145078_1865502391_n আমাদের ছবিতে সেটাই আছে। ছবির মূল বিষয়টাই হলো ভালোবাসা। পারিবারিক ভালোবাসাকেই আমরা তুলে ধরেছি। এক্ষেত্রে বলবো অন্তর জ্বালা একটি পারিবারিক ছবি। মাগুরার সন্তান হিসেবে তিনি মাগুরা বার্তার মাধ্যমে মাগুরার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

রূপক/মাগুরা/ ১৫ ডিসেম্বর ১৭