বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ডাল ফসলের বিভিন্ন রোগ  এবং পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ে কৃষক প্রশিক্ষণ  শুক্রবার বিকেলে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা’র মাগুরা উপকেন্দ্রে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন  বিনা’র ভারপ্রাপ্ত মহাপরিচালক হোসনেয়ারা বেগম। বিনা’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা ও সদর উপজেলা কৃষিকর্মকর্তা রুহুল আমীন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন, বিনা’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল কাশেমে, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজমুল হক, ড. ইব্রহিম খলিল ও বিনা উপকেনন্দ্র মাগুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবীদ সম্পা রানী ঘোষ। কর্মশালায়  শতাধিক কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।

মাগুরা/ ১৫ ডিসেম্বর ১৭