বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
হাইকোর্টের রায় নিয়ে চাকরীতে যোগদান করতে এসে ফিরে গিয়েছেন মাগুরা টেক্সটাইলস এর ২৩ শ্রমিক-কর্মচারী। পরে চাকরী পুর্নবহালের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন মাগুরা টেক্সটাইলস এর চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারীরা। আজ সোমবার দুপুরে মিল গেটে তারা এ কর্মসূচি পালন করেন।
বেলা ১ টার দিকে মিলের চাকরীচ্যুত ২৩ শ্রমিক কর্মচারী আদালতের রায়ের কপি নিয়ে চাকরীতে যোগদানের জন্য ব্যবস্থাপকের কার্যালয়ে যান। এ সময় ব্যস্থাপক তাদের যোগদানপত্র গ্রহন না করে বিটিএমসিতে যোগাযোগ করার পরামর্শ দেন। চাকরীতে যোগদান করতে না পেরে শ্রমিক, কর্মচারীরা মিল ক্যাম্পাসে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক, কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রমিক ও প্রাক্তন সিবিএ সভাপতি ফারুকুল ইসলাম বলেন, ‘১৯৯৯ সালে ৩১ মে বিটিএমসি’র এক আদেশের মাগুরা টেক্সটাইল মিলের ৮০০ শ্রমিককে জোরপূর্বক গোল্ডেন হ্যান্ডসেক এর মাধ্যমে শ্রমিকদের বাধ্যতামুলক অবসর দেয়া হয়। যা মিল শ্রমিকরা মেনে নেয়না। পরবর্তীতে আমিসহ আরো ২২ জন শ্রমিক মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন করি। দীর্ঘ শুনানী শেষে এ বছর ২৭ ফেব্রুয়ারী মহামান্য হাইকোর্ট বাধ্যতামুলক অবসরের আদেশকে অবৈধ ঘোষণা করে আমাদের পক্ষে রায় দেন। সে মোতাবেক গত ৬ নভেম্বর পুর্ণাঙ্গ হাইকোর্টের রায়ের কপি নিয়ে ২৩ জন শ্রমিক যোগদান দরখাস্ত নিয়ে মিল ব্যবস্থাপকের নিকট নিয়ে আসি। বিটিএমসি’র কোনো নিদের্শনা নেই মর্মে তিনি আমাদের যোগদান দরখাস্ত গ্রহন করেননি। যা আদালত অবমানানা।’22
ক্ষুব্ধ শ্রমিক মুক্তিযোদ্ধা আরজ ফকির বলেন, ‘জীবনবাজি  রেখে দেশের জন্য যুদ্ধ করেছি। কিন্তু এক আদেশের মাধ্যমে আমাদের চাকরি শেষ করে দেয় বিটিএমসি। দীর্ঘ আইনী লড়াই শেষে যোগদান করতে আসলেও মিল ব্যবস্থাপক আমাদের কোনো কাগজ গ্রহন করছেন না। মহামান্য হাইকোর্টের আদেশকে অমান্য করায় আমি দুঃখিত।’ এক পর্যায়ে পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা বিক্ষোভ শেষ করে আলোচনায় বসেন।
মিলের ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, তিনি বিষয়টি বিটিএমসিকে অবিহিত করেছেন। চাকরীতে যোগদান করতে আসা শ্রমিক কর্মচারীদের তিনি বিটিএমসিতে যোগাযোগ করতে বলেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আজাদ জাহান  বলেন- তিনি শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে মিলে এসেছেন। মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলেছেন। আলাপ-আলোচনা ও আদালতের নিদের্শনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মাগুরা /২৭ নভেম্বর ১৭