বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায়  আজ সোমবার বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টে  ৪র্থ কোয়ার্টার ফাইনালে লে. শেখ জামাল ধানমন্ডী ক্লাব টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে   সেমি ফাইনালে উঠেছে।
খেলার প্রথমার্ধের ৩১ মিনিটে শেখ জামালের ১০ নম্বর জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় মামুদাওবা প্রথম গোলটি করেন। এরপর প্রথমার্ধের  ৩৬ মিনিট ও দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটে দুটি গোল করেন ১১ নম্বর জার্সিধারী আফ্রিকান স্ট্রাইকার  ছেনি ভুজান সেরা খেলোয়াড়  মনোনিত  হন। খেলার দ্বিতীয়ার্ধে টাঙ্গাইল দলের পক্ষের ডিফেন্ডার আফ্রিকান খেলোয়াড় কামারা প্রতিপক্ষকে অনৈতিক আক্রমন করায় লালকার্ড দেখিয়ে বের করে দেন রেফরি।
এ টুর্ণামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬ টি দল অংশ নিচ্ছে।  মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যস্থাপনায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী টুর্ণামেন্টের আয়োজন  করেছে । বুধবার (২৯ নভেম্বর) প্রথম সেমি ফাইনালে নৌবাহিনীর  মুখোমুখি  হবে মাগুরা জেলা দল। উভয় দলেই একাধিক জাতীয় দলের তারকা খেলোয়াড় অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

রূপক আইচ/মাগুরা /২৬ নভেম্বর ১৭