মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের বেলনগর গ্রামে এক ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বরের ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ্য স্বামী ও শিশু সন্তানদের নিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনার শিকার ও কছুন্দি ইউনিয়ন পরিষদের ১,২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগম জানান- গত ইউনিয়ন পরিষদে তিনি পুনরায় ভোটে দাড়ান। ভোটের খরচ নির্বাহের জন্য ভাসুর জমসের বিশ্বাস ও তার ছেলে রিপন এর কাছ থেকে ১লাখ ২০ হাজার টাকা নেন তিনি। এ সময় তার বসত ভিটার থেকৈ তিন শতক জমি ভাসুর জমসের বিশ্বাসের কাছে বিক্রি করেন। কথা ছিল ২/৩ মাস সময় দিলে তার মধ্যে তিনি ঘর সরিয়ে নিয়ে জমসের বিশ্বাসকে জমি হস্তান্তর করবেন। কিন্তু আজ শনিবার বিকেলে হঠাৎ করে ভাসুর জমসের বিশ্বাস ও তার ছেলে রিপন মিস্ত্রি লাগিয়ে তাদের ঘর ভাংতে শুরু করে। এ সময় তিনি অনেক অনুনয় বিনুনয় করলেও তাদের মন গলাতে পারেন নি। পরে সন্ধ্যার আগেই তার ঘর ও ঘরের আসবাবপত্র ছুড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। তিনি এ জন্য কছুন্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মো্ল্যার সাথে তার ব্যক্তিগত বিরোধকে দায়ী করেন। তিনি দাবী করেন গত নির্বাচনে আবুল কাশেম মোল্যার প্রতিপক্ষ হিসেবে কাজ করায় লোকজন মারফত নবনির্বাচিত চেয়ারম্যান তাকে ভিটেছাড়া করার ষড়যন্ত্র করছেন।