শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া গোপনে অবৈধভাবে গড়াই নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে  ড্রেজার জব্দ এবং ড্রেজার মালিককে ১০ দিনে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিকয়া গ্রামের গফুর আলী মন্ডলের পুত্র তারেক আলী মন্ডল দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে গোপনে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাকসাকান্দি অঞ্চলের গড়াই নদীতে ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান উল্লাহ শরিফী মঙ্গলবার বিকেলে উক্ত এলাকায় সঙ্গীয় পুলিশ নিয়ে নৌকা যোগে গভীর নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ডেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার মালিক তারেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।

শ্রীপুর/মাগুরা/ ১৫ নভেম্বর ১৭