মহম্মদপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহম্মদপুরে  সোমবার (২২ মে ) বিকেলে উপজেলা পর্যায়ের কর্মরত বিক্রয় প্রতিনিধিরা মানববন্ধন করেছে।  জেলা খাদ্য পরিবেশক সমিতির লেলিয়ে দেয়া গুন্ডাদের বিভিন্ন সময়ে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকদের মারধোর, কাজে বাধাদান  ও মালপত্র টাকা পয়সা কেড়ে নিয়ে আটকে রাখাসহ নানা ভাবে নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনে শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার শতাধিক বিক্রয় কর্মী এতে অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী রওশন ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

মহম্মদপুর খাদ্য পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক বলেন, ‘আমরা বিভিন্ন কোম্পানীর বৈধ পরিবেশকের অনুমোদন এনে বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে ব্যবসা করছি। জেলা খাদ্য পরিবেশক সমিতির কতিপয় লোকজন তাদের কর্মীদের অন্যায়ভাবে ব্যবসায় বাধা দিচ্ছেন। মারধোর করে টাকা ও মালপত্র ছিনিয়ে নিয়ে তাদের কর্মীদের আটকে রাখছেন বলে তিনি অভিযোগ করেন। তারা নির্বিঘ্নে ব্যাবসা করার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন।’

শাহীন/ মাগুরা / ২২ মে ১৭