তাছিন জামান, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার ২৬ মার্চ মাগুরার মহাম্মাদপুর উপজেলার নহাটা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে স্বাধীনতা দিবসের র‍্যালী, কুজকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নহাটা ইউপি চেয়ারম্যান মো: আলী মিয়া, বিশেষ অতিথি   ছিলেন ৭১’র বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষকবৃন্দ।

কুচকাওয়াজ সকাল ১০ টা থেকে শুরু হয়ে  বিকাল ৩ টা পর্যন্ত চলে। অনুষ্ঠেনে ওই এলাকার সন্তান বর্তমানে ঢাকা কলেজ ছাত্রলীগ এর আহবায়ক কমিটির সদস্য সবুজ খানের এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা বিষয়ক নাটক পরিবেশন করেন নহাটা ইউনিয়ন ছাত্রলীগ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মন্জুরুল ইসলাম।

এ প্রসঙ্গে মহাম্মাদপুরের  সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকোতুজ্জামান সৈকত বলেন-  মাগুরা জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগ এর নেতৃবৃন্দ প্রতিটি জাতীয় দিবস শ্রদ্ধার সাথে পালন করে থাকে। এতে করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযোদ্ধ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়। এ বিষয়গুলি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে সহায়তা করে।