চবি প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক ছাত্রের ব্লু হোয়াইল গেমে আসক্তের খবর পাওয়া গেছে।আসক্ত ছাত্রটিকে চট্টগ্রাম জেলা পুলিশ কাউন্সিলিং শেষে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করেছে। জানা গেছে,ইতিহাস বিভাগের ঐ ছেলেটির ফেসবুক মেসেঞ্জারে গত ৫তারিখ রাত ২টায় একটি লিংক আসে।সে ঐ লিংকে ক্লিক করার পর ব্লু হোয়াইল গেমটি ডাউনলোড হয়ে যায়।এরপর এডমিন তাকে নিয়ে খেলতে থাকে। তাকে মোট ৪টি ধাপ দেওয়া হয়। প্রথম ধাপে সে সারারাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাটে।দ্বিতীয় ধাপে হলের ছাদের রেলিং ধরে হাটাহাটি করে।তৃতীয় ধাপে তার হাতে ব্লেড দিয়ে তিমির ছবি আঁকে।এবং চতুর্থ ধাপে সে সারাদিন চুপ থাকে। তার এই চারটি ধাপ চলা অবস্থায় হলের এক বড় ভাই তাকে সন্দেহ করে। হলের বড় ভাই তাকে ব্লু হোয়াইল গেমে আসক্তের বিষয়য়টি হাতেনাতে ধরে ফেলেন এবং  পুলিশকে বিষয়টি জানায়।খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের (উত্তর)অতিরিক্ত পুলিশ সুপার মিসিউদ্দৌলা রেজা তাকে কাউন্সিলিংয়ের জন্য হেফাজতে নেন। পুলিশের হেফাজতে দীর্ঘ ২৪ ঘন্টা কাউন্সিলিংয়ের পর ছাত্রটি তার নিজের ভুল বুঝতে পারে। সে এই গেম আর খেলবে না বলে স্বীকারোক্তি দিলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলি আজগর চৌধুরীর হাতে তাকে ন্যস্ত করে। এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদ্দৌলা রেজা মাগুরাবার্তাকে জানান, ব্লু হোয়েলে আসক্ত শিক্ষার্থী নিজের ভুল স্বীকার করেছে। তাকে আমরা পরবর্তী ৬ মাস পর্যবেক্ষণে রাখব। তিনি বলেন,দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টা করা আইনত অপরাধ। এই মরণঘাতি গেমে কেউ আসক্ত হলে সাথেসাথে পুলিশকে খবর দেওয়ার জন্য তিনি আহবান করেন।

 

রুবেল/চবি/১১ অক্টোবর ১৭