শাকিলুর রহমান, দীঘা, মহম্মদপুর মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মহম্নদপুরে দীঘা ইউনিয়নের বিলঝলমল গ্রামের খালে বাঁশের তৈরী সাঁকোটি ভেঙ্গে চুরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে । ফলে  দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা ।

এ সাঁকোটিই ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীর এক মাত্র যাতায়াতের পথ। প্রতিবছর এলাকাবাসী নিজস্ব অর্থায়নে এ সাঁকোটি তৈরী করে থাকে । তাদের দাবী কর্তৃপক্ষ যদি এখানে একটি  আরসিসি কালভার্টের ব্যবস্হা করেন,তাহলে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সুবিধা ও জরুরী রোগীদের দ্র্ত আনা নেয়ার ব্যবস্থা হবে। ফলে এলাকাবাসী কষ্ট লাঘব হবে।