Main Menu

উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে তিনদিনব্যাপী নাট্যমেলা শুরু।

20190322_184653_resized

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
ভারতের উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইমন নাট্য মেলা ‘১৯।  ভারতীয় সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইমন নাট্যমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য গবেষক অধ্যাপক ড. সঞ্জয় গাঙ্গুলী। দোলা হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ মাইম ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজওয়ান রাজন, সন্দীপনা চ্ট্টগ্রাম এর সাংগঠনিক সম্পাদক  মেজবাহ চৌধুরী, মাগুরা মাইম থিয়েটারের সাধারণ সম্পাদক রূপক আইচ, নাট্য পরিচালক জীবন অধিকারী, ইমন মাইমের পরিচালক ধীরাজ হাওলাদারসহ অন্যনা। মসলন্দপুর সাদপুর পদাতিক মঞ্চে তিনদিনব্যাপী চলবে এ নাট্যমেলা।  মেলার দ্বিতীয় দিনে ডিরেক্টস মিটে অংশ নেবেন দুই বাংলার মাইম নির্দেশকবৃন্দ।  ২৪ মার্চ পর্যন্ত ২০টি দল মাইম, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশন করবে।

20190322_190958-1_resized

রূপক/মাগুরা/ ২২ মার্চ ১৯






Comments are Closed