জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ একই সঙ্গে শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এর পুরস্কার পেয়েছে মাগুরা জেলা । প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও নেতৃত্ব ও সৃজনশীল কর্মকাণ্ডের কারনে মাগুরা সদরের ভিটাসাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পংকজ কান্তি আইচকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এর স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন পত্রে তাদেরকে এ অর্জনের কথা জানানো হয়। আগামী ২৭ জুন বৃহস্পতিবার ঢাকা ওসমানী মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ডিজিটাল মাল্টিমিডিয়া মনিটর, ডিজিটাল ঘণ্টা, কন্যা শিশুদের জন্য অত্যাধুনিক ভেন্ডিং মেশিন এর মাধ্যমে সেনেটারি ন্যাপকিন প্রদান, প্রতি স্কুলে শুদ্ধ সুরে জাতীয় সংগীত ও সমাবেশ শেষে দেশাত্মবোধক গান পরিবেশন, আলোকিত আচরণ সংগ্রহশালা, স্বাস্থ্য কর্নার স্থাপন, আজকের দিনের বিষয়বস্তু নির্ধারণ লেখা, প্রতিমাসে স্কুলভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ঘোষণা ও পুরস্কার প্রদানের আয়োজনসহ ২৮ দফা নির্দেশনা প্রদান ও বাস্তবায়ন করেছেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়া তিনি জেলার সকল প্রধান শিক্ষককে নিয়ে প্রথমবারের মতো আয়োজন করেন বিশেষ সভা। অনলাইন মাধ্যমে সকল শিক্ষকের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করায় তিনি বিশেষ উদ্যোগ নেন।
448263431_10232416496257818_401998588319111066_n
448261162_10232416500737930_569582495053418965_n

অন্যদিকে বিসিএস নন ক্যাডার থেকে প্রধান শিক্ষক হিসেবে যোগদানকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পংকজ কান্তি আইচ শহরতলীর ভিটাসাইড় প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়ন, এলাকাবাসীর সম্পৃক্ততা বৃদ্ধিকরণ এর মাধ্যমে স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়ন, জেলা প্রশাসক ঘোষিত ২৮ দফার সর্বোচ্চ বাস্তবায়ন, করোনা সহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে শিক্ষার গুণগত মান ধরে রেখে স্কুলের ছাত্র-ছাত্রীদের উৎকর্ষ সাধন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাকে আকর্ষণীয় করে তোলা, সংগীত ও অভিনয়ের মাধ্যমে শিক্ষাকে আনন্দময় করে তোলা, দেশের বিভিন্ন স্থানে দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ বিতরণসহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকান্ড গ্রহণ করে জাতীয় এ পদকের জন্য মনোনীত হন। জেলা থেকে একইসঙ্গে দুজন জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাগুরার সাধারণ মানুষ। দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে পদক বিজয়ীদের নেয়া নানাবিধ উদ্যোগ সকলকে অনুপ্রাণিত করছে।
রূপক /মাগুরা /১৫ জুন ২৪