বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতরাতে নাকোল এলাকার গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ কম্বল বিতরণ করা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র ও এলাকার কৃতি সন্তান মাগুরা সরকারি কলেজের দর্শন বিভাগের  সহকারী অধ্যাপক এস,এম,মোখলেছুর রহমান, জাকির মাহমুদ,তারেক মোশের্দ,লাবনী,পাপিয়া,বীথি,টুলুসহ ওই ব্যাচের বন্ধুরা। 

আয়োজকরা জানান- আমাদের ব্যাচের বন্ধুরা বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। এ বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায়ই এলাকার গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সামান্য প্রচেষ্টা এটি। ভবিষ্যতে আরো বড় পরিসরে মানুষের পাশ দাঁড়ানোর ইচ্ছা রয়েছে আমাদের।   

রূপক আইচ/৩১ ডিসেম্বর১৬