বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শহরের একটি বাজার। সরকারি কর্মচারি মইনুল ইসলাম বাজার ঘুরে কেনাকাটা করছেন। কিন্তু সমস্যা একই পণ্য এক এক দোকানে এক এক রকমের দাম। অধিকাংশ পণ্যের গায়েই মূল্য লেখা নেই। কোন কোনটিতে নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ। জিজ্ঞেস করলে দু একজন ব্যবসায়ীর তীর্যক কথাবার্তা শুনতে হয়। নানা ভাবে হেয় করার চেষ্টা। কিন্তু এসবের তো প্রতিকার হওয়া প্রয়োজন। কে করবে প্রতিকার?

এ অবস্থায় মঙ্গলবার (২৯ অক্টোবর) মাগুরা সদর উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরী বিষয়ক সেমিনার। সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো: ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুস্তম আলী। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তানজিরা রহমান, রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, সদর থানার ওসি (তদন্ত) সহ অন্যরা।

ইউএনও ইয়ারুল ইসলাম জানান- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ একজন ভোক্তা কোন ধরণের প্রতারণা বা অসততার শিকার হলে নির্দিষ্ট আদালতে ক্ষতিপূরণ মামলা করতে পারবেন।তিনি বলেন- প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ভোক্তা। একজন ভোক্তার অধিকার আছে সঠিক দামে নির্ভেজাল পণ্য কেনার। তবে আইন প্রয়োগ করে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ব্যবসায়ীরাও যেহেতু একজন ভোক্তা সেহেতু তাদেরকেও সচেতন হতে হবে। নিজে সঠিক পণ্য বিক্রি করতে হবে। এবং সঠিক পণ্য কিনতেও হবে। সেমিনারে ৩০ জন জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

 

রূপক আইচ/ মাগুরা/ ২৯ নভেম্বর ১৬