স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলের নাম ভাঙ্গয়ে চাঁদাবাজি করতে যাওয়া মামুন আলী (২২) নামে এক যুবককে আজ বুধবার (১৭ আগস্ট) আটক করে পুলিশে দিয়েছেন রুবেল।  

মীর মেহেদী হাসান রুবেল মাগুরাবার্তাকে   জানান- গত প্রায় ১ মাস ধরে আমার নাম ভাঙ্গিয়ে কর্মীদের চিকিৎসাসহ নানা কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাজি করছিল শত্রুজিৎপুর এর আহাদ আলীর ছেলে মামুন।

সে স্থানীয় একটি পলিটেকনিক এর ছাত্র। আজ দুপুরে মামুন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলীর মোবাইলে ফোন করে তার কাছে আমার নামে চাঁদা দাবী করে। এ সময় ওই প্রকৌশলী আমার কাছে ফোন করে বিষয়টি জানতে চাইলে আমি তাৎক্ষনাত নির্বাহী প্রকৌশলীর অফিসে যাই। সেখানে তার দেয়া ফোন নম্বরে  (০১৭৪৩৫৩৪২১৫) নম্বরে ফোন দিয়ে কৌশলে ওই যুবককে ডেকে নিয়ে আসি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে আমার কাছে এ বিষয়ে স্বীকার করে। পরে পুলিশ ডেকে তাকে সদর থানায় সোপর্দ করি।

রুবেল জানান- ছাত্রলীগের নামে কুৎসা রটাতে একটি গ্রুপ পরিকল্পিতভাবে এ ধরণের কাজ করছে। এদের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি।