স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরা সদর হাসপাতালে মুমুর্ষূ রোগীর জন্য মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রির অভিযোগে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সদর হাসপাতাল এলাকার মুন্সি মেডিকেল নামের একটি ওষুধের দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার মাগুরাবার্তাকে  জানান, আজ সকালে সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত দুই রোগীর জন্য ২টি ইনজেকশনের ব্যবস্থাপত্র দেন কর্তব্যরত চিকিৎসক। রোগীর স্বজনরা সদর হাসপাতাল সংলগ্ন মুন্সি মেডিকেল নামের ওই দোকানটিতে এড্রনিল নামের ওই ইনজেকশন দুটি কিনতে যান। এসময় দোকানী তাদেরকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন সরবরাহ করেন। যা অপারেশন থিয়েটরে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. চিত্তরঞ্জন বিশ্বাস মেয়াদোত্তীর্ণের বিষয়টি লক্ষ্য করে এটি ফেরত পাঠান।

বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তথ্য প্রমানের ভিত্তিতে এ জরিমানা করা হয়।

 

রূপক আইচ, ১৯ সেপ্টেম্বর ১৬