রাজনীতি
মাগুরায় জামায়াতের ১৪ নেতা-কর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । আজ শুক্রবার সকালে শহরের দরি মাগুরা এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাষ্ট মাদ্রাসা ও এতিমখান থেকে সদর থানা পুলিশ ১৯ জনকে আটক করে। এদের মধ্যে যাচাই বাছাই শেষে ৫ জনকে ছেড়ে দেয়া হয়।
সদর থানার ওসি আজমল হুদা জানান, মাগুরার জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামির বেশ কিছু নেতাকর্মী জামায়াত পরিচালিত ওই এতিমখানাটিতে গোপন বৈঠক করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে। তারা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তবে কেউই জেলার শীর্ষ কোন নেতা নয়। নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে উর্ধ্বতন নেতাদের নির্দেশেই তারা ওই এতিমখানায় জড়ো হয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরে যাচাই বাছাই শেষে ৫জন সাধারণ মুসল্লিকে ছেড়ে দেয়া হয়। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৪ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় সেখানে থেকে ৫টি মটর সাইকেল, বিপুল পরিমাণ জিহাদী বই, পোষ্টারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে।
Comments are Closed