স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরার শ্রীপুরের মেধাবী মুখ বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার খন্দকার আনিছুর রহমান দিলুর প্রথম পুত্র খন্দকার আশফাকুর রহমান ফাহিম এ বছর উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ঢাকা বোর্ড থেকে জিপিএ ৫ পেয়েছে।

দাদা  বিশিষ্ট সমাজ সেবক সাবেক উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের (দারিয়াপুরের)  চিকিৎসক প্রয়াত  ডা. খন্দকার আব্দুস সামাদ এবং নানা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন এর স্নেহধন্য ফাহিম সকলের দোয়া  কামনা করেছে।

ফাহিম ২০০৮ সালে শ্রীপুর সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে ৫ম শ্রেণীতে জিপিএ ৫ (গোল্ডেন প্লাস) পেয়ে কৃত্বিতের সাথে উত্তীর্ণ হন এবং ট্যালেন্টপুলে বৃত্তি পান। পরবর্তীতে শ্রীপুরের এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি   হন । প্রতিটি ক্লাসে পরীক্ষায় কৃত্বিতের সাথে উত্তীর্ন হয়ে ৮ম  শ্রেণীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন । নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্র হিসাবে ভর্তি  হয়।  অধ্যাবসায়ী ফাহিম ২০১৪ সালে যশোর বোর্ডের অর্ন্তভুক্ত শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫  (গোল্ডেন প্লাস) পেয়ে কৃত্বিতের সাথে উত্তীর্ণ হন। সে বছর স্কুল সহ বিভিন্ন সংগঠন থেকে তাকে সংবধর্না দেয়া হয়। পরবর্তীতে রাজধানী ঢাকায় গিয়ে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা দেয়। কয়েক জায়গায় সুযোগ পেলেও মহম্মদপুরে অবস্থিত সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন ।  ঢাকা বোডের অন্তভুর্ক্ত  এই কলেজ থেকেও তিনি বৃহস্পতিবার বের হওয়া  উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে কৃত্বিতের সাথে উত্তীর্ণ হন। ধারাবাহিকভাবে তার এই সাফল্যের জন্য পরিবার, আত্মীয়-স্বজন শিক্ষক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।

মাগুরাবার্তার পক্ষ-থেকে এই মেধাবীর জন্য রইল শুভ কামনা।

তাছিন জামান/মাগুরাবার্তা/১৮ আগস্ট