বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের সরকারি কোষাগার থেকে বেতন ভাতাসহ সরকারি সুযোগ সুবিধার দাবীতে মাগুরায় আজ সোমবার অর্ধ দিবস কর্মবিরতী ও বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাগুরা পৌরসভা চত্বরে চলা কর্মবিরতী ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি মোল্যা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান মোল্যা, কেন্দ্রীয় নেত্রী তাসমিনা আলী লিলি, হিসার রক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায়, ইঞ্জিনিয়ার মো: মাহবুবুর রহমান, মো: শাহিনুর রহমান, মো: তবিবর রহমানসহ অন্যরা। সমাবেশে বক্তারা জানান- সারাদেশে ২২৭টি পৌরসভার ৩২হাজার ৫শজন কর্মকর্তা কর্মচারি নিয়মিত বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরমধ্যে মাগুরা পৌরসভায় গত ৮মাস ধরে বেতনভাতা বন্ধ রয়েছে। ফলে তাদের সংসার চলছে না। এ অবস্থায় তারা অবিলম্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়ার দাবী জানান।

রূপক আইচ/মাগুরা /৬ নভেম্বর ১৭