বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে  বুধবার মুঘল ঐতিহ্যের কবি ‘কাজী কাদের নওয়াজ-জীবন ও সাহিত্যকর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জি.কে আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুসাফির নজরুল। শ্রীপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্রের পরিচালনায় সেমিনারে আলোচক ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, অধ্যাপক গোলাম সরওয়ার, কবির ছাত্র মোল্যা মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কবির ভাগনী কাজী মনজুরা সুলতানা,  ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেন, দ্বারিয়ারপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রবীত রায়, শ্রীপুর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামসুন্নাহার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৬ টি কলেজ, ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে আলোচকবৃন্দ কবির জীবন ও সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মাগুরা / ১১ অক্টোবর ১৭