রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শহরের ভায়না এলাকায় সরকারি শিশু পরিবারে আজ (রবিবার) অগ্রীম ঈদের আনন্দ উদযাপন  হচ্ছে। এখানকার এতিম অসহায় ১৭৫ কণ্যা শিশুকে মেহেদী পরিয়ে আজ মেহেদী উৎসব পালিত হয়েছে।

মাগুরার জেলা প্রশাসক আতিকুল রহমানের মেয়ে ঢাকা স্কলাস্টিকা স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আতিয়া তাসনিম আনহা দিনভর এখানকার নিবাসীদের হাতে মেহেদী পরিয়ে দেয়। ঈদের আগের দিন হাতে মেহেদীর রং একে আনন্দ উচ্ছাসে ভাসে এখানকার ভাগ্য বিড়ম্বিত শিশুরা।  এখানকার নিবাসি জান্নাতুল ফেরদৌস জানান- পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকলেও তারা আনন্দ করতে অত্যন্ত পছন্দ করেন। আর ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে তারা সবাই নিজ নিজ হাতে মেহেদী আঁকিয়ে নিয়েছেন।

মেহেদী শিল্পী আতিয়া তাসনিম আনহা জানান- পরিবারে সাধারণতা আমরা নিজেদের আত্মিয় স্বজন কিংবা বন্ধুদের মেহেদী লাগিয়ে থাকি। এর বাইরে আজ এতম নিবাসীদের মুখে একটু হাসি ফোটাতে পেরে তিনি অত্যন্ত খুশি।
Magura Mehedi Pic 3
সরকারি শিশু পরিবারের সহকারি তত্ত্বাবধায়ক নাসরিন আক্তার সিফা বলেন- ঈদকে সামনে রেখে এখানকার এতিম নিবাসীদের এটুকু আনন্দ করার ব্যবস্থা করে দেয়ার জন্য জেলা প্রশাসক সাহেবকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মেহেদী শিল্পের রং যেন সকল শিশুর মনকে রাঙ্গিয়ে দেয় এই কামনা করি।

ভিডিও দেখুন এখানে:

https://youtu.be/HKcJyJKxxas

 মাগুরা /২৫ জুন ১৭