বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় তৃণমূল মানুষের শক্তিশালী কন্ঠস্বর তৈরীতে হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব গঠন বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ  মঙ্গলবার  (১৩ জুন) অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন  স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহবুবর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমসহ অন্যরা। কর্মশালায় প্রতিটি ইউনিয়নে স্ব স্ব ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের উদ্যোগে ২টি করে হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব গঠন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এসকল মিডিয়া ক্লাব স্ব স্ব এলাকার সমস্যা সম্ভবনা, স্থানীয় উদ্যোগ খুঁজে বের করবে। তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলে স্থানীয় উদ্যোগে সমস্যার সমাধানের জন্য কাজ করবে। এসব কমিটিতে তৃণমূল পর্যায়ে শিক্ষক, ছাত্রছাত্রী, যুবক-যুবতী, সুশীল সমাজ, অগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে প্রতিটি ইউনিয়নে  ২টি করে মিডিয়া ক্লাব গঠন করা হবে। এসব ক্লাবে ১০ থেকে ২০ জন সদস্য থাকবেন।

মাগুরা / ১৩ জুন ১৭