বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০১৬-১৭ এর আওতায়  (রবিবার ১১ জুন) বিকালে  বীর  মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের হলরুমে শহরের  বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ২ সপ্তাহব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ শুরু  হয়েছে । জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন  করে ।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মাদ আতিকুর  রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব  ও ক্রীড়া  প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এমপি।  এ সময় অন্যান্যের  মধ্যে  বক্তব্য  রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব  কুন্ডু , জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও জেলা  ক্রীড়া অফিসার  সমুন কুমার মিত্রসহ অন্যরা । টেবিল টেনিস  প্রশিক্ষনে শহরের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০জন  শিক্ষাথী অংশ নিচ্ছে ।  এ অনূষ্ঠানে  বঙ্গবন্ধু  ক্রীড়াসেবী  ফাউন্ডেশন কর্তৃক ৫১ জন  দুঃস্থ ও  অসহায় ক্রীড়াবিদদের  মাঝে ৭ লাখ ৬৫ হাজার টাকার চেক  বিতরণ  করা হয় ।
Magura Anudan Pic
মাগুরা/ ১১ জুন ১৭