বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি বিষয়ক রিড কর্মসূচী নিয়ে বুধবার (২৪ মে) দুপুরে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক  হয়েছে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
দুপুরে স্থানীয় পিটিআই মিলনায়তনে পিটিআই সুপার বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন  সেভ দ্য চিলড্রেন এর চিফ অফ পার্টি লিয়েনা গারটেস। DSC_0156
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর আকিদুল ইসলাম, বাস্তবায়নকারি সংস্থা জাগরণীচক্র ফাউন্ডেশনের প্রজেক্ট  কো অর্ডিনেটর ইকবাল হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি মিহির লাল কুরি, সাধারণ সম্পাদক শামীম খান, প্রকল্পের কমিউনিকেসন্স এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট ম্যানেজার সামিউল আহসান,মিডিয়া রিলেশন্স এর ডেপুটি ম্যানেজার মেহের নিগার জেরিন, সাংবাদিক কবির হোসেন হৃদয়, অলক বোস, আবু বাসার আখন্দ, শরীফ তেহরান আলম, মাগুরাবার্তাটোয়েন্টিফোর. কম এর প্রধান সম্পাদক ও এসএটিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচসহ অন্যরা।

সভায় মাগুরা, ঝিনাইদহ ও যশোরের ৪০ জন সংবাদিক উপস্থিত ছিলেন। এ তিন জেলার ২শ ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধির উপর এ কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।

আলোচনাসভায় বক্তারা এ অঞ্চলের সাংবাদিকদের তাদের লেখনির মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি করতে ভূমিকা রাখতে আহবান জানান।

রূপক/ মাগুরা / ২৪ মে ১৭